রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে পিতাকে খুন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় ছুড়িকাঘাতে খুন হলেন শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তি । 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার গোবিন্দপুর গ্রামে নিজের ছেলে রিফাত (১৮) এর হাতে খুন হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে নিথর অবস্থায় পান। 

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন,  চাচাতো ভাই রিফাত একজন মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে চিল্লাচিল্লি করতো। আজ দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এই ধরনের নৃশংস ঘটনা ঘটাবে তা আমরা কেউ বুঝতে পারিনি।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ছেলের হাতে বাবার খুনের বিষয় টা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


0/আপনার মতামত জানান