সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে। এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।
বুধবার(২৬ মার্চ) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, একদল কুচক্রীমহল দলে নাম ভেঙ্গে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে। তাই সাংবাদিকদের বলবো অনুগ্রহ করে আপনারা সংবাদ প্রচার করার আগে একটু যাচাই করে নিবেন।
মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব সেলিম হক রুমি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোতালেব কমিশনার, শহিদ সরকার,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, আব্দুর রউফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ,পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক, যুবদল নেতা রাকিবুল ইসলাম, মিজানুর রহমান,বাবু,আবুল কাশেম,যুবদল নেতা লিংকন রহমান ছাত্রদল নেতা শাফিন আহমেদ প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন