![]() |
শুক্রবার (৭ ই মার্চ) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আসামীরা হলেন, উপজেলা বিএনপির মৎসবিষয়ক সম্পাদক নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে ছানাউল্লাহ প্রধান,একই এলাকার ফারুক, হাসান,কাদির,রিফাতসহ অজ্ঞাত ৪/৫ জন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ৭ মার্চ পূর্বশত্রুতার জেড়ে ভুক্তভোগীর চাচাতো ভাই আবু বক্করকে অভিযুক্ত ছানাউল্লাহ নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল পথ আটকে মারতে থাকে। তখন ভুক্তভোগী হযরত আলী বিষয়টি দেখতে পেলে বাঁধা প্রদান করে। এতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীবাহিনী দল পালিয়ে যায় এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
অভিযুক্ত ছানাউল্লাহ প্রধানের মোবাইলে ফোন দিলেও বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন