বুধবার(২৬ শে মার্চ) উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকার মেঘনা নিউ টাউনে বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফ ভূইয়া'র উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশ ও জাতির কল্যাণে ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর রোগমুক্ত কামানায় দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন নিউ টাউন মসজিদের খতিব ও ইমাম।
এসময় আশরাফ প্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে তারেক রহমানও দেশের বাইরে। দেশের ক্রান্তিকালে তিনি দেশের বাইরে থেকেই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। ফলে আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। আমরা তাদের সুস্থতা কামনা করি।
তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম,আতাউর রহমান, মাহাবুব সরকার দানেশ,মহসিন সরকার, সানোয়ার, নুর নবী মাস্টার, নাজমুল হাসান রিপন, মহসিন রানা, মো,গুলুনুর রহমান, মোরশেদ আলম,শাহ জালাল সাজু,রবওউল, ইমদাদ,জর্জ মিয়া, সাঈদ হাসান সলু,জসিমউদদীন সরকার,শফিকুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিকসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন